🔹🔹🔹🔹🔹🔹🔹
মন্দ কথায় গন্ধ ছড়ায়
ছন্দ বিলাসে
সত্য বলায় মত্ত হই না
তত্ত্ব বিকাশে।
অল্প কথায় গল্প বলায়
কল্প রাজার দেশ
বাচাল লোকে সকাল সন্ধ্যে
নাকাল হলো বেশ।
মুখের ভাষা সুখের আশা
দুখের পরিপাকে
যুক্তির মাঝে উক্তি বিশেষ
মুক্তি নির্বাকে।
চুপের গুণে রূপের দেখা
সুখের পরিবেশ
বেশি কথায় পেশির জোর
দেশি রত্ন শেষ।
মতের দ্বন্দ্বে শ'তের অন্ধে
ক্ষতের মাঝে মাছি
মিলের মাঝে ঝিলের সুখ
দিলের কাছাকাছি।
খাঁটি জিভের ঘাঁটি স্বর্গে
মাটি হলো আসল
নিজের মাঝে চিজের বাস
বীজের গুণে ফসল।
🔺🔺🔺🔺🔺🔺
📝০৩ মার্চ ২০২২
💠রোম, ২০ঃ ৪২
©উদাসকবি