ঐ যে আকাশ,দুরের নীলাভ
ডাকছে আমায় হাতছানিতে!
রংগিন সাজে সাজছে যেনো
আমার বোবা মন কাড়িতে!!
কল্পতরুর শাখাগুলো
বীজ বুনেছে হৃদয় পটে!
অবাক হয়ে লক্ষ্য করি
আমায় কারা ডাকছে বটে!!
মেঘের ভেলায় মন ছুঁয়ে যায়
ছন্দমূখর ঝলকানিতে!!
ঐ যে আকাশ,দুরের নীলাভ
ডাকছে আমায় হাতছানিতে!
সাদা সাদা পাহাড়গুলো
বাঁধছে জমাট কালো;
চারিদিকে মিলছে আভা
অন্ধ সাজে আলো।
একটু আলো একটু ছায়া
দাঁড়িয়ে তখন এক সারিতে!!
ঐ যে আকাশ দুরের নীলাভ
ডাকছে আমায় হাতছানিতে!!
(উদাস কবি)