°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
মন আমার
আকাশে উড়া কালো মেঘের ভেলায়
আছড়ে পড়া হাসি!
মন আমার
জমাট বাঁধা কৃষ্ণরাতের গুহায়
দৃষ্টিচোরার ফাঁসি।

উদাস মন-
মনটা আমার বিষণ্ণতার ছায়া
কেমন যেন মায়া
ভোরের শিশির বিন্দু পতন ঘটা
খামখেয়ালি কায়া।

দুখি মন-
মনটা আমার ভাদ্র মাসের খরা
লাগলো বুকে জরা
কল্পিত সুখ মায়াবি মনের গ্রন্থে
স্নেহ-প্রেমের ছড়া।

ব্যর্থ মন!
মন আমার প্রেমের গহীন মাঠে
শুধুই একা হাঁটে
উথাল-পাথাল নীল দিগন্ত পাঠে
কষ্টে জীবন কাটে।

ভাবুক মন
মনটা এখন কেমন করে কাঁদে
মন হারিয়ে পরে
হঠাৎ আবার গোলকধাঁধার ফাঁদে
কেবল অশ্রু ঝরে।

কামুক মন-
মন আমার ভাবটা আমার সাথে
দিন হারিয়ে রাতে
উদাস মনের স্বপ্ন মায়ার পথে
সুখ আনন্দে মাতে।

অচীন মন-
মনটা হারায় দুঃখ রাঙা ভেলায়
তব অবহেলায়
জীবন প্রভাত তিক্ত কিরণ খেলা
কাটে শুধু হেলায়।

🗓️০১-০২-২০০৮
রোম, ইতালি
♦️©উদাসকবি™