বিস্ফোরণ
যেদিন ঘটবে মহাবিস্ফোরণ
বঞ্চিত জনতার ক্ষোভ, ক্রোধ, ঘৃণার বাষ্পীভূত আক্রোশ আর
মজলুমের হতাশা, বেদনা, আফসোস, কান্নার দ্রবীভূত লোনাজল থেকে
অধিকার আর ন্যয্যতার দাবিতে, বুকে আটকে রাখা বারুদ
যেদিন উঠবে জ্বলে একসাথে এক দাবিতে
বিস্ফোরণ, সেদিন ঘটবে মহাবিস্ফোরণ।
বঞ্চনা,গঞ্জনা, লাঞ্ছনার স্ফুলিঙ্গ থেকে
একরাশ প্রতিশোধের হিংস্র বারুদ
আক্ষেপ, আক্রোশ হয়ে জ্বলে ওঠবে হঠাৎ করেই
কিছু বুঝার আগেই
প্রাসাদ পুড়ে ছাই হবে, আকাশে ভাসবে কালো ধোঁয়া
বাতাসে ছড়াবে মাংস পোড়া আঁশটে গন্ধ
রক্ত আর লাশের আস্তাকুঁড় হবে জনপদ
ওড়ে আসবে ঘোলাটে আকাশ বেয়ে
হাজার হাজার চিল শকুনের দল। অত্যাচারির পতন হবে
খুবলে খাবে লালিত স্বপ্ন তার পোষা হায়েনার দল।
একদিন দেখা যাবে রক্তিম সূর্যোদয়
এই জনপদ, জনতার পূর্বাকাশে
যেদিন ঘটবে মহাবিস্ফোরণ।
পদ পদবীর সাথে অর্থ সম্মান যোগ করি
লুটেরার দল করে কাড়াকাড়ি
পুকুরচুরি থেকে মানচিত্র চুরি
একটি পতাকার ছায়াতলে আশ্রিত হয়ে
তার বক্ষে চলে সুরতহাল বাড়াবাড়ি
সব সীমা ছাড়ি, নবজাতকের প্রলয়ংকরী চিৎকারে
এই জনপদে একদিন ঘটবে বিস্ফোরণ
মহাবিস্ফোরণ, অভিমানীর হাত ধরে।
বিস্ফোরিত জনপদ প্লাবিত হবে বৃষ্টির জলে
ধুয়ে মুছে সাফ হবে সময়ের ঝঞ্জাট জঞ্জাল
ঈমানি সুরতে নূরানি হবে মানুষের মন
রুহানি সম্পদে হাসবে জনতার মুখ।
এই জমিন ভরে ওঠবে শস্য-শ্যামলে
কাননে ফুটবে ফুল, হাসবে জনপদ একদিন
পাখ-পাখালির সমধুর কলতানে।