🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸

ইদানীং আমি বড্ড বেশি ভুলোমনা
আলোর সীমানায় দেখি
আঁধারের ফণা।

কখনো ভুলে যাই আপনাকে বটে
আমি তুমি যেন একসাথে
অস্তিত্বের সংকটে।
আকাশের গায়ে ছিদ্র দেখি অবিরত
বৃষ্টির ফোটা দৃষ্টিতে আমার
ঐরাবতের মতো।
মিছিলের মতো হাওয়ায় ভাসে
মেঘনাদের আল্পনা
আমি এখন বড্ড বেশি ভুলোমনা!!

ইদানীং আমি  ভুলে যাই সব
হাতে বাঁশি নিয়ে শুনি
দিগন্তের কলরব।
মাজনদন্ডে খুঁজি বেড়াই কলমের ছায়া
খাতায় জমেছে ময়লার স্তুপ
বিষণ্ণতার কায়া।

অঢেল ভান্ডারে রুদ্ধ মনের দুয়ার
বিরান ভূমিতে ফসলের ধুম
ভাটাতে দেখি জোয়ার।
প্রভাতে দেখি সূর্যাস্তের রেখা
মধ্যরাতের কল্পনা
ইদানীং আমি বড্ড বেশি ভুলোমনা।

🖋️আহমাদ সাজিদ উদাসকবি

🟥০৮-০৬-২৪