ভাঙ্গা জানালায় আসে রোদ
উষ্ণতা গড় অঙ্গাঙ্গী
গালে হাতে অপেক্ষা প্রহরে
আমার শুধু সুখভঙ্গি।
ভাদ্রের আকাশ মন আমার
এই মেঘ, রোদ্রের ছায়া
ঘাস ফুলের নরম ছোঁয়ায়
সন্ধ্যায় নামে দিনের মায়া।
কারো আসার কথা ছিলো
মনে সদা জাগে এই
বিছানায় বসে ভাবি আর
কাৎ হয়ে পড়ি বই।
রাতের গভীরে বাড়ে শূন্যতা
একাকিত্বই নিত্য সঙ্গী
কারণ ছাড়াই ভালো লাগার
অনিমেষ এই সুখভঙ্গি।
ঘুমে চোখভরা তবুও নির্ঘুম
রাত কাটে নিরালায়
অন্তহীন ভাবনা ডানা মেলে
জীবনের পাঠশালায়।
ভাবতে গিয়ে ভান করি
সবজান্তার নানা ঢঙ্গি
জীবনে অনর্থ ভালো লাগা
অনিমেষ এই সুখভঙ্গি।