ত্রয়োদশী এক উর্বশী গগণে বহুদূর
আলো ঝলমলে নির্মল বাতাসে বাজে সুর।
চাঁদনী স্নিগ্ধ আকাশ বাড়িয়েছে দুটি হাত
মুগ্ধ করেছে আমায় রূপবতী এই রাত।
চারপেয়ে কুসনে বসে নির্জনে ধ্যানমগ্নে
রূপকথার গল্পে ভাসি রূপের শেষলগ্নে।
চাঁদনী আলোয় রাঙানো মায়াবী পরিবেশ
পাগল করেছে আমায় উজলা এই রেশ।
কখনো মেঘের পাহাড় গগণে গড়ে স্তুপ
ক্ষণে ক্ষণে বদলায় রূপসীর নানা রূপ
সীমাহীন শূন্যতায় নেই তার কোনো জাত
মুগ্ধ করেছে আমায় রূপবতী এই রাত!!