তুমিও কিছু বলোনি
আমিও ছিলাম নির্বাক
তবুও ভালোবাসা হতো
পরস্পরের চোখে।

আজ মুখে ফুটেছে বাক
তোমার আমার
অন্ধ হয়েছে চোখ
ভালোবাসা হয়ে ইতিহাস।

বয়সের দুই অধ্যায় পার করে
এখন বেঁচে আছি স্মৃতি আকঁড়ে ধরে।