আমি মেঘের ওপারে আকাশ খুঁজি
আকাশ খুঁজে পাই না
আগে শুনতাম আকাশ জুড়ে মেঘ ভাসে
এখন দেখি মেঘের জলে আকাশের ডুবন্ত মুখ।
আকাশ ভরা নক্ষত্র ছিলো
আলো ঝলমলে সোনালি ফুলের মেলা
সব ঢেকে গেছে মেঘের ভেলায়
এখন আর আকাশ দেখি না।
রাতে খুঁজি চাঁদ, দিনে সূর্য
সূর্যের খুঁজে আকাশে তাকাই
আকাশই খুঁজে পাই না
মেঘের ওপারে শুধুই শূন্যতা
মহাশূন্যে হারিয়ে যায় আমার দৃষ্টি
শূন্যতা ছাড়া কিছুই দেখি না
আকাশ কি হারিয়ে গেছে
নাকি আমার দৃষ্টিটাই চলে আমার থেকে দুরে
এখন আমি কিছুই দেখতে চাই না।