▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️
তোমার চোখে দেখছি আমি
মনের ট্রাফিক বাতি
জ্বলছে শুধু লাল হলুদে
কঠিন জীবন যাঁতি।

যায় না দেখা সেথায় কভু
সবুজ রঙের আলো
জ্বলছে শুধু এক নিশানে
বিপদজনক কালো।

সব ভাবনা স্বপ্ন মনের
জীবন জটিল ভয়
চোখ মুদিলে এই মাথাতে
রঙিন ট্রাফিকময়।

এই সতর্ক জটিল  বার্তা
হৃৎস্পন্দের ঢেউ
বুঝে না তার জোয়ার-ভাটা
আমায় ছাড়া কেউ।

বিজলী জ্বলে মাথার মাঝে
লাল হলুদে মাখি
রাত্রি আঁধার ভয় পাই না
তোমার লালে আঁখি।

দেখলে সবুজ চিত্তে জয়
মনের চারিপাশ
প্রাণের চিহ্ন ভ্রুক্ষেপহীন
ইচ্ছে মনের শ্বাস।

হৃদ খোরাকে হোক না শুধু
সুখের মাতামাতি
তোমার চোখে সবুজ হয়ে
জ্বেলে ট্রাফিক বাতি।

💠💠💠💠💠💠💠
১৭-০৫-২০২২♦️রোম