থমকে গেছে চিন্তার গতিধারা
রুদ্ধতায় রসনার মূল
তবুও চলছে জীবন
চাহিদা যে তার চেয়ে ব্যাকুল।

প্রকৃতির এই স্রোতধারা ঘড়ি
জোয়ার-ভাটা আঁকড়ে পরস্পরি
আলো-আঁধার এই খেলাঘরে
ব্যস্ততায় কিছু শুদ্ধ কিছু ভুল।

এখানে বারোমাস বিচিত্র ঋতু
সাহস দেখিয়ে হয়ে যাই ভীতু
দুরন্ত আক্ষেপ বুকস্থ নিক্ষেপে
অচীন গৃহসুখে ফোটাই ফুল।।