শুধু বেঁচে থাকাটাই কী অপূর্ব ধন!
সাথে আছে নিয়ামত কত অগণন
ফুল-ফলে শষ্যে ভরা
নদ-নদী এই ধরা
এসেছি অচেনা তাতে বিনা আবেদন।

দম ভরে শ্বাস মুক্ত মনে
মান অভিমান প্রতিক্ষণে
বেঁচে থাকা সবই মৃতধারা জীবন!!

©উদাসকবি