বুদ্ধির বৃদ্ধিতে জ্ঞান যদি লোপ পায়
বিবেকের মৃত্যুতে সত্যটা কোপ খায়
হারজিত জীবনে
সাফল্যের স্মরণে
আবেগের রশি ধরে লাগাম পড়ায়।

#Udashkobi