যে কথা যেতো না বলা সহজে
আজ তাই অনর্গল
চোখে চোখ রেখেই নিষ্ঠুরতায়
মুক্ত মুখে বাক্য ছল।
মুখ আছে তাই শব্দ-ধুম
মিথ্যে কটুর বাক-বাকুম
কানের পর্দা ফেটে গেছে আজ
নির্লিপ্ত বিবেকের দল।
সদা সততার হয়েছে ছেদন
সাথে কুমন্ত্রণার তিক্ত বেদন
জিভ থেকে ঝরে পড়ে অনিমেষ
শ্রাব্যহীনে নাব্য জল।
যত ভাবো ঠোঁট কাটা
আসলে সে মন ফাটা
কথার পিঠে কথা বর্ষণে তাই
শব্দের নিরর্থ ঢল।