°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
কথা বন্দি স্বপ্নের ঘোরে, হৃদয়ে লুকোচুরি
কথা ভাসে মেঘের দেশে শূন্যের বাহাদুরি।
কথা বন্দি আইন-কানুনে ধারা উপধারায়
প্রজাতন্ত্রে শাসন দন্ডে সংবিধানের পাতায়
কথার দ্বন্দ্বে মুখবন্ধ
তারই অন্ধে সুখছন্দ
কথা কাঁদে ঘুম কবরে অশ্রুর ছড়াছড়ি।
কথা বন্দি স্বপ্নের ঘোরে হৃদয়ে লুকোচুরি!!
কিছু কথা চোখের জলে
কথা থাকে ব্যথার দলে
সব কথা শব্দ দূষণ মিথ্যার বাড়াবাড়ি!
কথা বন্দি স্বপ্নের ঘোরে হৃদয়ে লুকোচুরি!!
কারো কথায় নেই জড়তা
চটুল জনের বাকপটুতা
কথার পিঠে কথার বোঝা ঠোঁটের জড়াজড়ি!
কথা বন্দি স্বপ্নের ঘোরে হৃদয়ে লুকোচুরি!!!
কথার ব্যথায় আশাহত
হৃদমঞ্জিলে বাড়ছে ক্ষত
কথা উড়ে বুকের ঝড়ে আকাশ ধরাধরি।
কথা বন্দি স্বপ্নের ঘোরে হৃদয়ে লুকোচুরি!!
💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮
🖋️আহমাদ সাজিদ উদাসকবি©
৩০-০৪-২৩ 🎴 ২:৪০