কোথায় যেন হারিয়ে গিয়ে
লুকিয়ে গেলি তুই
ভুলতে গিয়ে মনের মাঝে
কষ্ট শুধুই ছুঁই।।

জীবন পথে জোয়ার-ভাটা
সুখ-পার্বণে পথের কাঁটা
হারিয়ে ফেলে তোর ঠিকানা
চোখ প্লাবনে ধুই।

অথৈ যখন মনের তল
সব ঋতুতে বর্ষার জল
মান অভিমান তোর খাতিরে
মাটির কাছে নুই।