⛔নিয়তি
ভাবি যা হয় তার উল্টো, গলায় বিঁধে কাঁটা
হিসেবের বাইরে সময়ের জোয়ার-ভাটা
এখানে রাতে যত আলো
দিনে আসে আঁধার-কালো
মন চায় বল নাই, এ দেহ খেয়ালে সাঁটা।
⛔ক্ষত
ক্ষতটা অল্প
রক্তের দাপটে মনে হয়
পুরো দেহটাই ক্ষত-বিক্ষত!
⛔ভোট
যা পেয়েছো পাবে আরো
ভোট আমায় দাও যদি
পর সেবা করবো আমি
তাই তো চাই রাজ-গদি।😱
⛔জনসেবা
চাওয়া পাওয়ার নাই তো কিছু
অনিশ্চিত এই জীবন-গতি
দেশের সেবাই লক্ষ্য আমার
তাই তো পাল্টাই নিয়ম-নীতি।
⛔রাজচোর
যাদের জন্য করছি চুরি, তারাই বলে চোর
সবকিছু আজ লুটেপুটে খুঁড়ে আমার গোর।