▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️
অজ্ঞরা ভর করেছে শাসনে
মূর্খের সাথে গর্বের আসনে
বিবেকটা মরে গেছে কবে
হিংস্রতা রূপে মজেছে জনতা
ক্ষোভের জন্মে বেড়েছে জড়তা
স্বাধীনতা শুধু পাঠ্যে রবে।
সময় বাড়ছে তেল মর্দনে
সাময়িক সুখ পদ চর্বনে
উদাসিন তব অধিকারে।
বুদ্ধির পঙ্গুত্বে উল্লাসে মন
তন্ত্রের প্রজা এই জনগণ
মরছে ধুঁকে রাজ শিকারে।
কলম থেকে ঝরছে আগুন
বিদ্রোহী মন পোড়ায় ফাগুন
রক্ত বন্যায় জীবন খাতা
অসুস্থ অন্তর কোমায় বোধ
জাগায় মনে শুধু প্রতিশোধ
শূন্য তাই কবিতার পাতা