ফেসবুক বা টুইটারে সব সময় কবিতা পোস্ট করতাম।
কবিতা লিখতাম, পড়তাম। মাঝে মাঝে বিভিন্ন ব্লগেও প্রকাশ করতাম। অনলাইনে বিভিন্ন সাইটে কবিতা খুঁজে বেড়াতাম। এমন করেই একদিন আমাদের এই সাইট 'বাংলা কবিতা' কবি ও কবিতার ওয়েবসাইট খুঁজে পাই। 'কবিতার আসর'-এ প্রথম কবিতা সেদিনই পোস্ট করি বিকেলের দিকে (মন বিলাসী)। গতকাল (২৮.০৯.২০১৪) আমার দুই বত্সর পূর্ণ হলো এই আসরে।
আজ কবিতা আসরে আমার তৃতীয় বর্ষে পদার্পণ। সকলকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এখানে এসে অনেক কবিবন্ধুদের সাথে পরিচিত হলাম, অনেক কবিতা পড়লাম, বুঝলাম, জানলাম। এই সাইটের কল্যাণেই মনে হলো এখনো কবিতা পড়া হয়! কবিতা লেখা হয়! এটা একটা বিনোদনের মাধ্যম। সর্বোপরি কবিরা এখনও সমাজ বদলের চেষ্টা চালাচ্ছে।

সবাই ভালো থাকুন। ভালোর সাথে থাকুন। ভালোকে ভালো বলুন।





আমার প্রথম কবিতা 'মন বিলাসী' এর লিঙ্ক-
https://www.bangla-kobita.com/kobitabilash/poem20120929035518/