"কবিতা আসর" আরো প্রসারিত ও জনপ্রিয় হয়েছে বিশ্বের নানাপ্রান্তে বাংলাভাষীদের কাছে এটা বুঝা যায় নতুন নতুন কবিদের আগমনে। এটা অবশ্যই আনন্দময় ও সুখের। তবে অল্প কজন ছাড়া কারো লেখাই মানোত্তীর্ণ নয় বা সেগুলো আদৌও কবিতা কিংবা গীতিকা কিনা সন্দেহ। যদিও এখানে (দুয়েকজন বাদে) আমরা কেউ প্রতিষ্ঠিত বা সত্যিকারের কবি নই, সবাই সৌখিন বা শখের কবি। তবুও-
📜যেহেতু এখানে কবিতার মান যাচাই করে কবিতা প্রকাশ করা হয় না তাই একদল "নাম প্রকাশে" যা খুশি লিখে পোস্ট করছে। যেহেতু এটা নবীনদের উৎসাহিত করার জন্যই মূলত তাই নির্দিষ্ট কারণ ছাড়া কারো কবিতা বাদও দেয়া হয় না। সবার প্রতি অনুরোধ থাকে সবাই যেন শুধু উৎসাহমুলক নয় বিশ্লেষণধর্মী সম্পাদনামুলক মন্তব্য করে। তারপরও আমরা বিশেষ কারণে গতানুগতিক মন্তব্য করে যাচ্ছি।
অনেক কবিতা পড়ি কিন্তু সব কবিতায় মন্তব্য করতে পারি না শুধু কী লিখবো ভেবে। কেননা সত্য ও বিশ্লেষণধর্মী মন্তব্য করলে নবীনদের মন খারাপ হয়ে যায়! তাই-
⛔নতুন লেখিয়ে বা আসরে নতুনদের উদ্দেশ্যে বলছি-
শুধু নাম প্রকাশ কিংবা কবিতার সংখ্যা বাড়ানোর চিন্তা বাদ দিয়ে কবিতা লেখার কৌশল জেনে এবং বিভিন্ন প্রকারের কবিতার বৈশিষ্ট্য ও নিয়ম জেনে কবিতা লিখুন। বর্তমানে অনলাইনে সহজেই এই বিষয়ে প্রচুর লেখা পাওয়া যায়। কারো থেকে লেখা ধার করতে না হয় (চৌর্যবৃত্তির কথা বললাম না)
যে বিষয়ে লিখবেন আগে সেটাকে মনের মাঝে গুছিয়ে নিন তারপর বিভিন্ন উপমা খুঁজে শব্দ ব্যবহারে মনোযোগ দিন। যদি অন্ত্যমিলে লিখতে চান তাহলে মাত্রা ঠিক রেখে সহজ ভাষায়ই লিখুন আর যদি আধুনিক গদ্যরীতিতে লিখতে চান তাহলে উপমা ও রূপকের আশ্রয় নিন যাতে সেটা রচনা না হয়ে কবিতা হয়।
সবার প্রতি ভালোবাসা রইলো। ভালো থাকুন কবিতার সাথে থাকুন! করোনাময় বিশ্বে সাবধানে থাকুন
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹