কিছু কিছু মানুষের মুখের ভাষা
বিষাক্ত সাপের ছোবলের চেয়েও
অবর্ণনীয় আর অসহনীয় পর্যায়ের
মরণঘাতীর মতো মারাত্মক এমনকি
তার চেয়েও বেশি হিংস্রতায় ভরপুরে
শিয়ালের চেয়ে বেশি ধূর্ততর আর
সিংহের চেয়ে ক্ষিপ্রতম আক্রমণে
উৎকৃষ্ট ঝাঁজালো মরিচের চেয়ে
অতি ঝাল আর নিমের মতো
তিক্ত রসে ভরপুর দুই গালজুড়ে
ঝরে পড়ে কুকুরের লালার মতো
বিষাক্ত রসনাবিলাস বর্ণমালায়
মানবতা লুপ্তকারী বাণে
অন্যকে ধ্বংসের কবলে ফেলতে
সর্বদা উৎ পেতে থাকে
কিছু কিছু মানুষের মুখ।