°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
আকাশে চিৎকার করে মেঘ
রক্তগম্ভির স্বরে
বাতাসের বাড়ে গতিবেগ।
মৃত্তিকা কাঁদে তার তিয়াসে
জলশূন্য হৃদয়ে
শ্রাবণ অশ্রুসিক্ত পিয়াসে।
ভোরের আলোয় রাঙা মুখে
কাঠবিড়ালি খায়
গাছপাকা ফল তৃপ্ত সুখে।
মন্থর হাঁটে শৃঙ্খল গতি
পিঁপড়ের মিছিলে
বিষ হজমে মনুষ্য অতি।
এমন দিনের জনগণ
ক্ষোভের বিস্ফোরণে
বাড়ে শুধু রাজ নিপীড়ন!