আর কিছুদিন সবুর করো
ঠান্ডা রাখো মাথা
এই পরিবেশ তোমার প্রতি
না বাড়াবে ব্যথা।

যদি করো বাড়াবাড়ি
নিজেরাই মারামারি
দুষ্টু ইঁদুর ভিজিয়েই দেবে
ক্ষমতারই কাঁথা!!

২১-১১-২৪