🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋
ক্ষমা করে দাও হে গফুর! রহম করো আরো
নিয়ামত দাও হে এমন, যা হবে না কারো

সফলতা চাই যে রহিম, দুই জাহানের তরে
সুখের জীবন মিলেমিশে থাকতে পরস্পরে
তুমি রহমান তুমি রহিম
করো আমায় দয়া অসীম
এমন কল্যাণ দাও হে মাবুদ, যা হয় নি কারো।

সৃষ্টির যতো অনিষ্টতা, মন্দ যতো তাতে
আমার থেকে রাখো দুরে তোমার রহমতে
তুমি কারীম তুমি গাফ্ফার
তুমি আযীয তুমি জাব্বার
এমন বরকত দাও হে প্রভু, যা হবে না কারো।

💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠
২২-০৫-২২ 🔘 Rome