🦙🦙🦙🦙🦙🦙🦙🦙
কিনলে খাসি পড়বে ফাঁসি
আটকে গলায় কাঁটা
তখন বাপে নিজের পাপে
মারবে নিজেই ঝাঁটা

ভুলবে পিতা পুত্রের মুখ
অচিন হবে নিজের সুখ
আপন জনে ভুলবে মনে
দেখবে কপাল ফাঁটা।

খাসির কান্ডে কাশির যোগ
পড়ছে ফান্দে মতির ভোগ
হিসাব কষে দেখছি বসে
জীবন জোয়ার-ভাটা!

কারো আবার কপাল রাশি
খাসির মাংসে টাকার হাসি
খাসির তেলে তুলছে ছেলে
বাপের গদির আঁটা।

Udash Kobi