⏺️⏺️⏺️⏺️⏺️⏺️⏺️⏺️
সংযমের মাস রমাযানে
মনের টানে
ভোগবিলাসে দিন কাটে।
ইচ্ছেমতো দাম বেড়ে যায়
পণ্যের গায়
খামখেয়ালি নিত্য হাটে!!
রহমতেরই এই মাসে
সবার পাশে
থাকবে যখন হাত বাড়িয়ে
আমরা তখন হিসেব কষি
কাঁচায় বসি
সবার থেকে লাভ ছাড়িয়ে!!
মুক্তির এ মাস রমাযানে
বন্দি যখন শয়তানে
নিজের মাঝে রিপুর রাজ
মানুষ নামের খান্নাসে
প্রাণ হাসে
কঠিন হৃদয় সবার মাঝ!
মাসটা যখন ক্ষমা লাভের
নানা পাপের
ব্যস্ততা তাই বন্দেগিতে সবখানে।
হাজার পূণ্যের রঙ ছাড়িয়ে
পথ হারিয়ে
আমরা আছি চিত্তরসের সন্ধানে!!
⏺️⏺️⏺️⏺️⏺️⏺️⏺️⏺️⏺️
১১-০৪-২০২৩🟥 Rome