চা-টা খেয়ে ঝাঁটা হাতে ঘরবাড়ি দাও ঝাঁট
পাটা নিয়ে বাটা দিয়ে মশলায় বাঁধো গাঁট
চাটাচাটি ফাটাফাটি
রোজকায় ঘাটাঘাটি
কাঁটা ঘায়ে চাটা মেরে হৃদয়কে করো ছাট।

©উদাসকবি