জোয়ারে প্লাবিত ঘাট
ভেসে গেছে ইজারাদারের গদি
স্বস্তিতে পাড়ের যাত্রী
রঙ বহুরূপী পারাপারে নদী  


বিড়ালের থাবায় বাঘ কুপোকাত
ইঁদুরের গর্তে জোটে আশ্রয়
সিংহ ভাগছে ভয়ে এই ঘটনায়      
বনে তাই শকুনের প্রশ্রয়  


দ্রোহের আগুনে উত্তাল ঢেউ
পুড়ে যতো রাজবাড়ি
এই দাপটে আগুন পোহায়  
জ্ঞানী গুণী তাজধারী


আঁশটে গন্ধে পরিবেশ ভারি
তবুও যার মুখে হাসি
তিনিই আমাদের পদধারী
কল্যাণে আয় রাশি রাশি


কলম থেকে ঝরে না কালি
বের হয় বিবেকের রক্ত    
খাতা ভরা পাপের ফিরিস্তি
বর্ণগুলো আজ তার ভক্ত!