জাতির ঘাড়ে জোঁকের বসত
রক্ত চোষায় ভীষণ ঝোঁক
মধুর ভাষে সুখের প্রেষণ
প্রজার ভাগে শুধুই শোক।

উদর পুর্তি রক্ত চোষন  
লেপ্টে থাকে গা ভূষণ
যতোই তাড়াই শোষণখোর
শরীরে বসে নতুন জোঁক!!