▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪
আপন হয়েও হয় না আপন
সময় তবুও করছি যাপন
এই তো জীবন জটিলচক্রে
মনের ভিতর মনের দাফন।

যাদের ভিতর হৃদয় গহীন
বুকের খাঁচায় জমাট কঠিন
তাদেরই আমরা ভালোবাসি
অন্যরকম হৃদয় কাহন।

যে আকাশে মেঘের দলে
জলের ভিতর বিজলী জ্বলে
তার প্লাবনে ভাসছি জনম
শূন্যে গড়ে স্বপ্নের আসন।

তোমার হাতে হিংসার দন্ড
ভাঙ্গছো তাতে বরফ খন্ড
তবুও তোমায় ভালোবেসে
সহ্য করি কঠিন শাসন।

২৯-০৭-২০২১💠 রোম