গলায় ধরেছো ছুরি, হাত বেধে সর্বোপরি
ছুরির সাথে তাই এ সন্ধি।
ছুরির উপর বসে, মেরেছি তাকে কষে, এ
আত্মস্বীকৃত জবানবন্দি!
আকাশে জমেছে মেঘ বাড়ে বাতাসের বেগ
তবুও জমিনে নেই বৃষ্টি
ফোঁটা ফোঁটা অশ্রুকণা হৃদযন্ত্রে তোলে ফণা
ধ্বংস প্রাণে বিবেকের সৃষ্টি।
চোখ আছে কিন্তু আমি, দৃষ্টি যে অস্তগামী
বাকি সব সেজে থাকে অন্ধ
মুখ আছে ভাষা নাই কান ঢেকে সুখ পাই
নাকের ছিদ্র হয়েছে বন্ধ।।