চলছে জীবন সময় স্রোতে নদীর মতো জোয়ার-ভাটায়
কাঁদছে সময় হাসছে ক্ষণে সুখ অনুভব ফুলের কাঁটায়
রুক্ষ সময় দুঃখ কাহন
আবেগ দিয়ে বক্ষ দাফন
ভাসছে সময় মেঘ-ছায়ায় তবুও  জীবন পথ হাঁটায়।

©উদাসকবি