কিছু হিসাব সহজে মেলে না
কিংবা কখনোই মেলে না
তারপরও হিসেব করে যেতে হয়
হিসেব করে সময়ের সাথে যুদ্ধের নাম জীবন।
কিছু স্বপ্ন অপ্রত্যাশিত, অস্পষ্টতায় আহত
কিংবা অপ্রকাশিত, সময়ের প্রেষণে
তারপরও স্বপ্ন দেখতে হয়
স্বপ্নের হাতছানিতে সময় পার করার নামই জীবন।