🌴🌴🌴🌴🌴🌴
চেয়েছিলাম রঙিন পত্র
পেয়েছি ফরমান
বিষাদসিন্ধু শোকের পানি
আজও বহমান।
লাল গোলাপের দেখা পেতে
উদগ্রীব এ প্রাণ
হরবসন্ত ফুল ঝরিয়ে
পায় না কোনো ঘ্রাণ।
ডেকেছিলাম সুখ পায়রা
এসেছে শকুন
চোখ সমুদ্র ঢেউ খেলিয়ে
লেগেছে করুণ।
ভেবেছিলাম মন ফাগুনে
ফুটবে কত ফুল
বেলাশেষের হালখাতাতে
দেখি সবই ভুল।।
🖋️আহমাদ সাজিদ উদাসকবি
ছবি: সংগৃহিত