▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️
কিছু থাক না থাক
ভাবটাই আসল
রূপ দেখে সবাই
মোড়কেই পাগল!

সময়ের কাড়াকাড়ি
শূন্যতায় বাড়াবাড়ি
প্রচ্ছদ জীবনের
ফলহীন বাঁকল।

🟥রোম🌄১২-০২-২০২৩