জিভটা যখন শাঁখের করাত কিংবা বিষের তীর
তোমার কাছে সবাই নস্যি হোক না যতো বীর
মুখের ভাষায় যাদুর ছোঁয়া
জিভের রসের মধুর মোয়া
ঠোঁটের আঘাত ব্যথায় ভীষণ জীবন মৃত্যুনীড়।