গরমের চরমে শইল ঢাকি শরমে
চামড়ায় কামড়ায় দাবদাহ গরমে
দেহে চাঁপে যতো তাপ
মনে বাড়ে ততো পাপ
ইয়াসের তিয়াসে ঝড় আসুক নরমে।
🌦️🌦️🌦️🌦️🌦️🌦️🌦️🌦️🌦️🌦️