পাপের চাপে নাই ফুসরত
কেমনে চাই ক্ষমা
নাই লজ্জা, নেই অনুতাপ
কদর্যে রমরমা।

হিংস্র মনে খেদের আগুন
রক্ত তিয়াস সুপ্ত ফাগুন
মানব বর্মে অসুর স্পন্দন
বুকে বারূদ জমা!!