▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️
ঘটনাটা ঘটে         বারবার বটে
তবুও জাতির নেই হুঁশ
পর্দার আড়ালে    মৃত্যুর নাগালে
অগ্নিস্নানে নেমেছে মানুষ।

বিক্ষোভে জনতা  গড়ে যে একতা
ফাঁক দিয়ে ঢুকে যায় ভীতি
কয়দিন হৈচৈ        মুখেতে টক দৈ
তারপর চলে রাজনীতি।

শুভ্র মেঘদল    বুক ভরা জল
আকাশে রমারমা ফাগুন
বিধিবদ্ধ ত্রাস   ঘরে বসবাস
আমাদের পবিত্র আগুন।