জীবন ধারাপাতে
অসংখ্য ইঁদুরের গর্তে নষ্ট পরিচ্ছদ
একটা গর্ত বন্ধ করতেই
খুলে যায় অগণিত গর্তের মুখ।
আমার দিকে ক্ষুব্ধ চোখে তাকিয়ে থাকে
ব্যঙ্গপ্রিয় নেংটি ইঁদুরের দল।
আমি যখন স্বপ্ন দেখি দিগন্ত বিস্তৃত সূর্যের হাসি
নিয়তি দেখায় বিমর্ষ আকাশে মেঘ বিলাপের সুর
শূন্যকে খুবলে খায় মহাশূন্যতার ভর
আমি ভরের আক্রোশে নিষ্পেষিত প্রাণ
স্বপ্ন দেখার কথা এখন ভুলেই গেছি।
দিগন্ত জুড়ে এখন শুধু ইঁদুরের গর্ত
সময়ের সাথে, প্রগতির নামে
আকাশে কেবল গর্তের মেলা
ঋতুর পালাবদলে এখন
সেই গর্তে ঢুকে আছে বিষাক্ত সাপের দল
আমি সাপের ফণায় দেখি কৃতকর্মের ফল
আকাশ থেকে ঝরছে তাই বিষ শ্রাবণের ধারা
আমরা হা মুখে গিলছি সেই মৃত্যুময় সুধা।
🕐ঢাকা, ২২আগস্ট
©উদাসকবি™