▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️
হৃদপিণ্ডটা চিড়ে দেখতে পারো
ওখানে নেই তোমাদের প্রতি কোনো -
ক্ষোভ, দ্বেষ, মান-অভিমান!
আমি ভুলে যাই
সবকিছু সহজেই ভুলে যাই
স্মৃতি ভ্রষ্টতায় জীবনে নেই কোনো শক্রুতা
অগাধ ভালোবাসার ক্ষমতা নিয়ে অপেক্ষায় থাকি
ক্ষুদ্র জীবনে বিশাল মনে আবেগ ধরে রাখি
বুঝতে দিই না ভিতরের ক্ষতের যন্ত্রণা।
কষ্ট হজমের বিশাল ক্ষমতা নিয়েই পাশে টানি
উত্তাপহীন রুদ্রতা আমার কোমলতার প্রকাশ
আকাশের বিশালতায় ক্ষমা নিয়ে কাছে ডাকি
আগের কিছুই মনে থাকে না আমার
আমি ভুলে যাই
সহজেই সবকিছু ভুলে যাই।
রাতের নিকষ কালো আঘাতের ব্যথা
ভোরের শুভ্রতা পেয়েই ভুলে যাই
ক্ষতের দাগগুলো শিশিরের ছোঁয়া পেয়ে মুছে যায়।
থাকে না কোনো ক্ষতের লেশ
সোনালি প্রভাতের মুগ্ধতায় সবাইকে পাশে চাই
এক জীবনের সব আয়োজনে শুধুই ভালোবাসা চাই
অনুরাগের কথা কিছুই থাকে না মনে
আমি ভুলে যাই
সহজেই সবকিছু ভুলে যাই
গগনবিদারী বজ্রপাতের হুঙ্কার
বৃষ্টির ফোঁটা দেখে ভুলে যাই।
আমার পাওনা থেকে বঞ্চিত রাখার অপরাধ
কিংবা লাঞ্ছনা গঞ্জনা বঞ্চনার ব্যথা
তোমাদের হাসিমুখ দেখে ভুলে যাই।
আমি ভুলে যাই
সহজেই সকল পাওনা ভুলে যাই।
কী করে বুঝাই তোমাদের কত ভালোবাসি
প্রকাশের ক্ষমতা যে নাই
আমার ভালোবাসা প্রকাশের শব্দটা যে
পৃথিবীর কোনো শব্দকোষে, অভিধানে নাই।
হৃদয়ে কোনো ঘৃণা নাই
সবকিছু ভুলে গেছি।
সহজেই সবকিছু ভুলে যাই আমি।
কী করে বলি, তোমাদের শুধু ভালোবাসা চাই
ভালোবাসার কত দাম
আড়তদারের বুঝি জানা নাই।
শুধু বলতে চাই, জীবনের দামে চাই।
জীবনের বিনিময়ে ভালোবাসাটাই চাই।
হৃদপিণ্ডটা চিড়ে দেখো-
ওখানে ভালোবাসা ছাড়া কিছু নাই।
💠💠💠💠💠💠💠💠💠💠💠
১৮ এপ্রিল ২০২২ ♦️রোম🕐১২ঃ৫০