দিয়াশলাইয়ের কাঠি আগুন জ্বালাতে সাহায্য করে কখনো একটা কাঠির আগুনে
সবকিছু জ্বালিয়ে করে ছারখার।
একটা লাঠি কারো পথচলার অবলম্বন
একটা লাঠিই কখনো কারো জন্য প্রাণ সংহারক!
বৃষ্টিটা আকাশ থেকে, বৃষ্টিটা রহমতের
এই বৃষ্টি কখনো বজ্রপাত কিংবা ঝড়ের আকারে মহাগযব!
এই আমি এই তুমি, যেমন তেমন
ভালো মন্দ পাশাপাশি, আলো-ছায়া জীবনগতি
আমি তুমি একই রূপে
আমাদের মাঝেই স্বর্গ ও নরক।