▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️
যদি এখনো ভেবে থাকো
সে আসবে, উড়ন্তপথে দুরন্ত বেগে
নাকে তেল দিয়ে ঘুমাও
কিংবা দিবাস্বপ্ন দেখো জেগে জেগে।
যে গেছে চলে গোপনে
নিজের পোষ্য, চামচাদের বিপদে রেখে
সে কখনো হয় না আপন
মিথ্যুক প্রেমী, সবই অভিনয় সঙ মেখে।
সে কখনো ফিরবে না
যার গলায় ঝুলছে মৃত্যুর পরোয়ানা রশি
হাজারো মায়ের আহাজারি
মজলুম-অভিশাপে মুখোশ গিয়েছে খসি!
যদি এখনো মনে করো
সে ছিলো নিষ্পাপ, পবিত্র মনের মানুষ
তাহলে তুমি অতি বেকুব
না হলে বলবো, তোমার নেই কোনো হুঁশ।
মনে হয় তাকে স্বপ্নরাণি?
তাহলে তুমি সুযোগসন্ধানী, নয় তো পাগল
আঁতেল তুমি স্বার্থবাদের-
লুটেরার সহযোগী, পদহীন লাফানো ছাগল!