তোমার এই সৌন্দর্য, যার গৌরবে সৌরভ নেই
ক্ষমতার শক্তিতে, ক্ষণিকের মোহ
আমি ঘৃণা করি।
তোমার এই বাহাদুরি, ক্ষণস্থায়ী জীবনে
এই কন্ঠের উত্তাপ, যার সুরে তাল নেই
শুধু অর্থ আর সম্পদ, যে লোভের ক্ষোভে-
জ্বলে আগ্নেয়গিরি, সোনালি দেশে
আমি ঘৃণা করি।
তোমার এই বাক-পাণ্ডিত্য, রসনার অতৃপ্ত বিলাস
জিঘাংসার রাজনীতি, প্রতিশোধের হিংস্র নেশায়
ধ্বংসের অতল গহ্বরে এই সমাজ।
বারবার নেমে আসে জমিনে
আসমানি গযব, তোমার উন্মাদ চিত্তের ডাকে
সময়ের বুকে এই প্রলয়
আমি ঘৃণা করি।
তোমার এইসব পদ, পদবী
দলাদলি আর কোন্দল, হানাহানি
বিভেদের ছন্দে মমত্বের অন্ধে
ভ্রাতৃত্বের দ্বন্দ্ব সৃষ্টিতে-
তোমার এই গদিপ্রীতি, শাসনের ছড়ি
আমি ঘৃণা করি।
তোমার এই মুখ,
অনিমেষ যেখান থেকে-
শব্দের তীর ছুটে আসে জনতার বুকে
আমি ঘৃণা করি।
শুধু ঘৃণা করি।
ঘৃণা করি।