বিনয় সরলতা অভিন্ন যুগলে
নম্রতা বিজয়ের দ্বার
সহজ সাধারণ জীবনের সূত্র
ক্ষমাতেই আনন্দ যার

সঠিক সময়ে সত্য বলা
জীবনের লক্ষ্যে পথ চলা
পরের সেবায় সময়ের গতিতে
ভালোবাসাই সুখ তার।

🎇🎇🎇🎇🥀🥀🥀🎇
নতুন বছরের শুভেচ্ছা
নতুন বছর বয়ে আনুক অনাবিল আনন্দ
দুর হোক সব ক্রান্তি, ঝরা
পৃথিবী হোক আলোকিত ভালোবাসার শক্তিতে