বই খুলতেই উঁকি মারে
চিরচেনা সেই মুখ
হঠাৎ আবেগে মনে ভাসে
অকারণ কিছু সুখ।
কিছু সুখ অকারণ, কিছু অতি সাধারণ
এই মুখ আমার প্রিয় জীবনের আপন
কিছু আপন দূর থেকেই
হৃদয়ে বাড়ায় ভুখ।
কিছু সময় আক্ষেপে কাটে না আর সংক্ষেপে
তবুও সময় জীবনের সবকিছু মেপে
দেখা অদেখা জীবন-খেলা
বাড়ায় সুখের দুখ।
♦♦♦♦♦♦♦♦
🖋@উদাসকবি