💠💠💠💠💠💠
আজকের এই দিনে-
দেখেছে পৃথিবী তোমার মুখ!
হেসেছে জগত রোশনি মেখে
এনেছে মায়ের সুখ।

তোমার চরণে শাণিত মাটি
প্লাবিত করুক সময়ে খাঁটি

তব আবির্ভাবের এই দিনে
ঘুচুক জগতের দুখ।!

#উদাসকবি