দ্বন্দ্ব ভুলে ছন্দময় জীবনের জন্য
মুখ বন্ধ রেখে চলতে হয়।
সংযত রসনা মার্জিত বসনা
নিয়ন্ত্রিত প্রবৃত্তির নামই মহামানব।
চাওয়া পাওয়ার দুরন্ত অমিলে
সুপ্ত হৃদয়ের চাপে
নিজেকে স্থির রাখাই জীবন।
দৃষ্টিকে বৃষ্টিবিলাসের সান্ত্বনায়
সৃষ্টিশীল জীবন গড়ে
পরের জন্য ঘরের জন্য
আপনাকে বিলিয়ে দেওয়াই সার্থকতা।
কামনাকে বেঁধে রেখে সাধ্যের মাঝে
বিপদে ধৈর্য ধরতে পারাটাই সুখ।
ছন্দময় মুখবন্ধ জীবনেই সুখ
সংযত রসনার নিয়ন্ত্রিত মনেই সুখ।