রঙিন চশমা লাগিয়ে চোখে
সাদা কালো খুঁজি
চিত্তের মাঝে ডুবিয়ে জীবন
ভাবি সুখ বুঝি
দালানে খুঁজি সুখ আয়েশে
অর্থের বুঝি মানে
আকাশে মেঘ জমে বিরহে
বর্ষে মাটির টানে।
সুখের পিছনে ছুটছে জীবন
খুজি জীবনের মানে
জীবনের প্রান্তে দাঁড়িয়ে বুঝি
সুখ আগামীর পানে।