রাজনীতির মরা উৎকট গন্ধ ছড়ায়
তবুও বাঁচিয়ে রাখার দায়
ক্ষমতার নিষ্ফলতায় আসে নতুন নীতি
উদ্ভট আহাজারি সভ্যতায় লাশঘর প্রীতি।

প্রাণের রক্তে গোসল করে, প্রাণের স্মরণে...
রাজনীতি বাঁচতে চায় জনতার লাশের উপর দাঁড়িয়ে
আমরা ব্যস্ত শুধু কবর খননে।

মাটি চাঁপা দিয়ে তাকে ফুল দিয়ে সাজাই
মরাটাকেই নিয়ে আবার ব্যস্ত সবাই।

@উদাসকবি